কালনায় বিস্তারক যোজনার কর্মসূচিতে এসে বিজেপি সাংসদ তথা অভিনেতা জর্জ বেকার সহ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হলেন। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে। শনিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়।

এদিন সস্ত্রীক জর্জ বেকার কালনায় এসেছিলেন দলের বিস্তারক কর্মসূচিতে সামিল হতে। দলীয় কর্মীদের নিয়ে ৫নং ওয়ার্ডের দিকে যাওয়ার সময় আক্রান্ত হন জর্জ বেকার সহ বিজেপি কর্মীরা। অভিযোগ, ৫নং ওয়ার্ডের দিকে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা সাংসদের গাড়ি আটকায়। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের বচসা বাধে। এই সময় জর্জ বেকার গাড়ি থেকে নামলে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় জর্জ বেকার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। কালনা হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালনার এসডিপিও ও কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। দেবপ্রসাদবাবু বলেন, ‘এটা বিজেপি’র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।’ বিজেপির পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook