মঙ্গলকোটের শিমুলিয়া ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তূণমূলের অঞ্চল সভাপতি সেখ সানাউল্লা ওরফে সেখ ডালিম (৪০) গুলিবিদ্ধ। সোমবার সন্ধে ৬টা নাগাদ নিগণে মাছের আড়তে বসে থাকার সময় ৪-৫ জনের দুষ্কৃতীদল খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রতক্ষ্যদর্শীদের মতে ৩ জন মুখে সাদা কাপড় বেধে এসেছিল। সেই সময় লোডশেডিং চলছিল। ৩ জন এসে মাথা লক্ষ করে গুলি করে। যাবার সময় তারা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। মৃত সানাউল্লা ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর অনুগামী বলে জানা গেছে। যদিও কি কারণে খুন করা হল এই নিয়ে কেউ কিছু বলতে চাননি। পুলিশ তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook