মিশন নির্মল বাংলাকে সফল করতে এগিয়ে এলো বর্ধমানের বেশ কয়েকটি ক্লাব। শাঁকারিপুকুর এলাকা জুড়ে আজ তাঁদের পক্ষ থেকে সাফাই অভিযানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুণাল আগরওয়াল, বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর, কাউন্সিলর খোকন দাস প্রমুখ। যখন সাফাই অভিযান শুরু হলো তখন পুলিশ সুপার কুণাল আগরওয়ালও নিজের কন্যাকে নিয়ে ঝাড়ু হাতে সাধারণ মানুষের সাথে হাত লাগান সাফাই অভিযানে। মূলত মিশন নির্মল বাংলার উদ্দেশ্যকে আরও প্রচার ও প্রসারের লক্ষেই তাঁর এই কর্মকান্ডে অভিভূত সকলে।
Like Us On Facebook