লোকাল ট্রেনগুলিকে মাঝের থ্রু লাইনে দাঁড় করানোর প্রতিবাদে শনিবার সকালে সাড়ে আটটা থেকে প্রায় ৯ টা পর্যন্ত বর্ধমান হাওড়া কর্ড লাইনের জৌগ্রামে রেল অবরোধ করলেন যাত্রীরা। পরে রেলের কর্তারা গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ উঠে যায়। ক্ষুব্ধ তথা অবরোধকারী রেলযাত্রীরা অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে জৌগ্রামে স্টেশনে লাইনের কাজ চলছে। এজন্য আপ ডাউন লাইনের মাঝে তৃতীয় লাইনটি যেটি সরাসরি এক্সপ্রেস ট্রেনগুলিকে পাশ করানোর জন্য ব্যবহার করা হয় সেই লাইনে দাঁড় করানো হচ্ছে লোকাল ট্রেনগুলিকে। ইএমইউ কোচগুলিতে সিঁড়ি না থাকায় যাত্রীরা চরম সমস্যায় পড়ছেন ওঠানাম করতে। লাফিয়ে নামতে ও চাপতে হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয় নি। এদিকে, এই অবরোধের জেরে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে আপ পূর্বা এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে রেল কর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। যদিও এব্যাপারে রেল কর্তারা কেউই সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি।
Like Us On Facebook