মহাসপ্তমীতে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হল এক চিকিৎসক পরিবার, মৃত ২,আহত ১। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক কিশলয় নায়েক তাঁর পরিবার নিয়ে চারচাকা গাড়ি করে কলকাতা থেকে বর্ধমান আসছিলেন। সেই সময় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পর আহতদের উদ্ধার করে আনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিকিৎসকের স্ত্রী ও মেয়ের। পরে গুরুতর আহত চিকিৎসক কিশলয় নায়েককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজশ্রী নায়েক (৪৫)এবং মিষ্টি নায়েক(১৩) চিকিৎসক কিশলয় নায়েকের স্ত্রী ও কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসক কিশলয় নায়েক কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক। তিনি উত্তর ২৪ পরগনার মানিকতলা থানা এলাকার বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানায়। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Like Us On Facebook