কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা এক গৃহবধূ। মৃতার নাম বিউটি বেগম সেখ(৪৩)।এলাকায় শোকের ছায়া। স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনমাস সেখানেই ছিলেন গুসকরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ (৪৩) নামে ওই বধূ। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরে গুসকরায় ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনা কাড়ল তাঁর প্রাণ। দুর্ঘটনার পর হাসপাতালে স্ত্রীর মৃতদেহ সনাক্ত করেন স্বামী হাসমত শেখ।

জানা গেছে, গুসকরা শহরের ইটাচাঁদার বাসিন্দা হাসমত শেখের এক ছেলে ও এক মেয়ে। ছেলে কেরলে কাজ করেন। মেয়ে সুনয়নী খাতুনের বিয়ের পর বিউটি খাতুন শেখ তাঁর স্বামীর কাছে গিয়েছিলেন। হাসমত শিলিগুড়িতে ঘরভাড়া করে থাকেন। সেখানেই থাকতেন বিউটি বেগম সেখ। মৃতার পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল। ট্রেনটি আজ না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন বিউটি। দুর্ঘটনার খবর পেয়ে স্বামী হাসমত সেখ স্ত্রীর মোবাইলে ফোন করে না পেয়ে দুপুর নাগাদ শিলিগুড়ি হাসপাতালে স্ত্রীর দেহটি দেখতে পেয়ে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর মৃতার দেহ শিলিগুড়ি থেকে গুসকরায় নিয়ে আসা হচ্ছে।

Like Us On Facebook