রাত পোহালেই জামাই ষষ্ঠী। ষষ্ঠীর আয়োজন করতে গিয়ে এবারও গেরস্থর নাজেহাল অবস্থা। যদিও আগের দিন বাজারে তেমন ভিড় চোখে পড়েনি। প্রতিবারের মত এবারও জামাই আয়োজনের ক্ষেত্রে আমিষ ও নিরামিষ বাজার রীতিমত চাঙ্গা। মুরগীর মাংস ২০০ টাকা কেজি। খাসির মাংস ৪৫০-৫০০ টাকা প্রতি কেজি। মাছের বাজারও বেশ চাঙ্গা। ইলিশ, চিংড়ি, পমফ্রেট ৪০০ থেকে ৬০০ টাকা। রুই মাছ, কাতলা মাছ ২০০ টাকা প্রতি কেজিতে গিয়ে ঠেকেছে।শুধু আমিষ বাজারই নয়, এর সঙ্গে ফলের বাজারও বেশ চাঙ্গা। এখনও অনেকেই কাঁঠাল আর সেভাবে খেতে চাইছেন না। বিশেষ করে শহুরে জামাইদের ক্ষেত্রে কাঁঠাল তেমন আদরণীয় না হলেও এখনও গ্রামাঞ্চলে কাঁঠালের কদর ভালই। মঙ্গলবার বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে কাঁঠাল সাইজ অনুসারে ৫০ থেকে ২৫০ টাকা প্রতি পিসে দাঁড়িয়েছে। কলার মধ্যে সিঙ্গাপুরীকলা ৪০-৫০ টাকা ডজন, কাঁঠালী কলা ৭০-৮০টাকা, চাঁপা কলা ৪০-৫০ টাকা প্রতি ডজন। তরমুজ ৪০ টাকা কেজি। আমের মধ্যে এবারে বাজারে ব্যাপক যোগান হিমসাগরের। দাম সাইজ অনুসারে ৪০-৫০ টাকা প্রতি কেজি। তোতাপুরী আম ৫০-৬০ টাকা প্রতি কেজি। শশা ২০-২৫ টাকা, লিচু মাঝারী সাইজের ১০০ টাকা, আপেল ৮০ টাকা, খেজুর ৮০ টাকা প্রতি কেজি। এরই পাশাপাশি শুধু আমিষ নিরামিষই নয়, মিষ্টির বাজারে এবারে জাঁকিয়ে বসেছে নীরা স্পেশাল মিষ্টি। বর্ধমান শহরের একটি নামী মিষ্টির দোকানদার সৌমেন দাস জানিয়েছেন, এবারে তাঁরা কেবলমাত্র জামাইষষ্ঠীর জন্য স্পেশাল সুগার ফ্রি কয়েকটি মিষ্টি বানিয়য়েছেন। সুগার ফ্রি রসগোল্লা ১০ টাকা প্রতি পিস, মালাই ভোগ ১৫ টাকা প্রতি পিস মোতি সুইটস ১৫ টাকা পিস। তার মধ্যে এবারে হট আইটেম মালাই ভোগ এবং নীরা রসগোল্লা।
Like Us On Facebook