ভারতে এসে বাংলার গ্রাম দেখে মুগ্ধ বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ক্লাইভ লয়েড। শ্রদ্ধা জানালেন স্বামী বিবেকানন্দকে, স্বাদ গ্রহণ করলেন বাংলার রসগোল্লার। শুক্রবার পূর্ব বর্ধমানের কালনার সাতগাছিয়া উচ্চবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাইভ লয়েড বললেন, ‘এটাই জীবনের গুরুত্বপূর্ণ সময়। নিজেকে তৈরি করার। নিজের ভবিষ্যৎ গড়ার।’ সেইসঙ্গে জীবনের ক্ষেত্রেও খেলাধুলার ভূমিকার বিষয়েও আলোকপাত করেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লয়েড। লয়েড জানান, খেলা একটা দলগত নৈপুণ্যের শক্ত ভিত তৈরি করে। শৃঙ্খলা শেখায়। ত্যাগের মানসিকতা তৈরি করে। পৃথিবীর প্রায় সব দেশই কমবেশী খেলাধুলায় এগোচ্ছে বলে জানিয়ে এই বিষয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। কালনার সাতগাছিয়া গ্রামের পরিবেশ দেখে খুবই আপ্লুত হন এই অবিস্মরণীয় ক্রিকেটার। খুশির আভাষ লক্ষ্য করা যায় তাঁর কথাবার্তায়।
তবে সীমিত ওভারের বিশ্বকাপ ক্রিকেট জয়ের হ্যাটট্রিকের পথে যেভাবে কপিলদেবের নেতৃত্বাধীন ভারত কাঁটা ছড়িয়ে দিয়েছিল সেই কষ্ট যে তাঁকে আজও কাঁদায় তা অকপট স্বীকার করে নেন লয়েড। বর্তমান সময়ে ভারতের রোহিত শর্মা, ইংল্যান্ডের বাটলারদের নেতৃত্ব তাঁর ভাল লাগে বলে জানালেন লয়েড। ভারতীয় খেলোয়াড় গাভাসকর, তেণ্ডুলকর, বিরাট কোহলির খেলার উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। একইসঙ্গে বর্তমান সময়ে লাল বলের টেস্ট ক্রিকেটকে ক্রিকেটের ধাত্রী আখ্যা দিয়ে লয়েড জানান, টি ২০ ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। এই ধরণের ক্রিকেটে প্রচুর পয়সাও আছে। টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জনের ম্যাচে নিজেদের মেলে ধরতে না পেরে খেলার সুযোগ পায়নি।এই ব্যথা বুকে নিয়ে আগামী টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভাল ফল করার ব্যাপারে আশাবাদী লয়েড।