অন্ডাল জিআরপি’র উদ্যোগে সোমবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হল অন্ডালে। পুলিশকর্মীরা এদিন রক্তদান করেন মুমুর্ষ রোগী ও আপদকালীন পরিস্থিতিতে রক্তের যোগান দিতে মানুষের পশে দাড়ানোর অঙ্গীকার করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় পুলিশকর্মীরা গত কয়েক দিন ধরেই রক্তদান কর্মসূচি পালন করছেন। সোমবার তারই অঙ্গ হিসাবে অন্ডাল জিআরপি রক্তদান কর্মসূচি পালন করল বলে জানা গেছে।
Like Us On Facebook