রবিবার বর্ধমান শহরের ২১নং ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে ধোকরা শহিদ এলাকায় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করতে এসে উন্নয়ন নিয়ে সমালোচনা করে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অধীরবাবু এদিন রাজীব গান্ধীর একাধিক উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, রাজীব গান্ধীর উদ্যোগে মোবাইল, ইণ্টারনেটের ব্যবহার নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন ঘটেছে সেই উন্নয়ন করতে গিয়ে এক বিন্দুও রক্ত ঝরাতে হয়নি। অধীরবাবু বলেন, রাজনীতিকদের দুটি ভাগ। রাজ্য ও কেন্দ্র সরকারের ২টাকা কেজি চাল গম দেবার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কেউ সস্তায় চাল গম দিয়ে ভোট সংগ্রহ করেন। আর একধরণের রাজনীতিবিদ তাঁরা ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেন। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেন। রাজীব গান্ধী সেই ধরণের রাজনীতিক ছিলেন। অধীরবাবু বলেন, শুধু দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, সেই সঙ্গে ভারতবর্ষের মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ এবং পঞ্চায়েত ও পুরসভাকে স্বয়ংসম্পূর্ণও করে যান। অথচ সেই রাজীব গান্ধীর বিরুদ্ধেই চোর, ঘুষখোর আখ্যা দেওয়া হয়েছিল। জীবিত অবস্থায় রাজীব গান্ধী দেখে যেতে পারেননি দেশের সর্বোচ্চ আদালত তাঁকে নিষ্কলঙ্ক বলে মুক্ত করেছেন।

উল্লেখ্য, বর্ধমানের এই ধোকরা শহিদ এলাকায় গতবছর রাজীব গান্ধীর স্মৃতি স্তম্ভকে দুষ্কৃতীরা ভেঙে দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গাতেই রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন এদিন অধীরবাবু। যদিও এদিন রাজ্য রাজনীতির কোনো প্রশ্নেরই জবাব দেননি অধীরবাবু। তাঁর সঙ্গে এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য, যুব কংগ্রেসের সভাপতি অভিজিত ভট্টাচার্য, নাজির হোসেন, উজ্জ্বল সোম প্রমুখরাও।

<div class=”block-title”>
<span><strong>Like Us On Facebook</strong></span>
</div>