সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগে গোটা রাজ্যের জেলায় জেলায় জেলাশাসক, পুলিশ সুপারদের বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেল। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এবং জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনকেও বদলি করা হল। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা যাচ্ছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপন দফতরের বিশেষ সচিব পদে। তাঁর জায়গায় পূর্ব বর্ধমান জেলার নতুন জেলাশাসক হচ্ছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। অন্যদিকে, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন যাচ্ছেন হুগলীর (গ্রামীণ) পুলিশ সুপার পদে। তাঁর জায়গায় পূর্ব বর্ধমানের পুলিশ সুপার হয়ে আসছেন হুগলীর পুলিশ সুপার শ্রী আমনদীপ।
Like Us On Facebook