দ্রুতগতিতে বাইক চালিয়ে একের পর এক মোবাইল ছিনতাই করার পর নিমেষে উধাও, এমনই অভিযোগের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২ যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ, উদ্ধার ১৫ টি মোবাইল, আটক ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইক। ধৃতদের নাম রাজেশ রায় ও বাবলু চৌধুরী। রাজেশ রায়ের বাড়ি বর্ধমানের কাঞ্চননগর রথতলায় আর বাবলু চৌধুরীর বাড়ি বর্ধমানের বেলকাশে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক (২) রাকেশ কুমার চৌধুরী জানান, বর্ধমান শহরের নানা প্রান্ত থেকে মোবাইল ছিনতাইয়ের একের পর এক অভিযোগ আসছিল। গত ৫ সেপ্টেম্বরও বিবেকানন্দ কলেজের এক ছাত্রী যখন টোটোতে করে বাড়ি ফিরছিলেন সেই সময় দ্রুতগতিতে বাইকে করে এসে এক যুবক ওই ছাত্রীর মোবাইল ছিনিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ওঠে। ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রাজেশ ও বাবলুকে গ্রেফতার করা হয়। রাজেশই মূলত ছিনতাই করতো এবং তারপর বাবলু সেই মোবাইল নিয়ে বিক্রি করতো।মূলত মহিলাদের টার্গেট করে তাঁদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর অতন্ত্য দ্রুতগতিতে ধৃত রাজেশ এলাকা থেকে চম্পট দিতো তারপর সেই চোরাই মোবাইল সে বাবলুকে বিক্রি করতো। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়।