জাতীয় সড়কের উপর আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেসরকারী যাত্রীবাহি বাস। বরাতজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন ও বর্ধমান থানার পুলিশ। ১৯ নং জাতীয় সড়কে বর্ধমানের নবাবহাট মোড় এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে কলকাতার বাবুঘাট থেকে বিহারের ভাগলপুর যাচ্ছিল বেসরকারী যাত্রীবাহি বাসটি। প্রায় ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বাসটি ভাগলপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই বাসের পিছনের চাকা ফেটে গেলে বাসটি নবাবহাট মোড়ের কাছে দাঁড়িয়ে যায়। এরপরই বাসটিতে দাউদাউ করে আগুন লেগে যায়। তড়িঘড়ি বাস থেকে যাত্রীরা নেমে পড়লেও যাত্রীদের প্রচুর পরিমাণে লাগেজ ও বাসের ছাদে থাকা প্রচুর পণ্য পুড়ে ছাই হয়ে যায়। দমকলকে খবর দেওয়া হলে দমকলের ২ ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নং জাতীয় সড়কের দুর্গাপুর অভিমুখী লেন। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।