বাংলার ঐতিহ্যবাহী কবাডি খেলাকে একেবারে গ্রামস্তরে জনপ্রিয় করে তোলার অঙ্গ হিসাবে এবার চালু হতে চলেছে ব্লক ভিত্তিক তথা গ্রাম ভিত্তিক কবাডি প্রতিযোগিতা। রবিবার বর্ধমান শহরের কালীবাজার বাঁকার মাঠে আয়োজিত আন্ত মহকুমা কবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসে একথা জানিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য কবাডি এ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা স্বপন দেবনাথ। স্বপনবাবু জানিয়েছেন, আন্তঃমহকুমা প্রতিযোগিতা ছাড়াও জেলা ও রাজ্য স্তরে নিয়মিত কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। এছাড়াও এদিন হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় অশ্বিনী দাস, বিশ্বনাথ চক্রবর্তী, দীপ্তি ভট্টাচার্য, সেখ স্বপন আলি, সুষমা আদক, সুভাষ বড়া, সুপর্ণা দত্ত সহ রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অভিজিত পালিত, ইর্ষ্টাণ রেলের এনআইএস কোচ মোহন মণ্ডল, প্রাক্তন ফুটবলার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখরাও। উল্লেখ্য, এদিন এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ৪টি মহকুমা থেকে পুরুষ ও মহিলা বিভাগের মোট ৮টি দল অংশ নেয়।
Like Us On Facebook