অজ্ঞাত পরিচয় এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায়। নৃশংসভাবে হত্যার পর কেউ বা কারা নির্জনতার সুযোগে শিশুটির দেহ এই এলাকায় ফেলে গেছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। বছর দুয়েকের
শিশুটির মুখে কালশিটের দাগ ছিল এমনকি নাকের নীচে রক্ত ছিল বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে অরবিন্দপল্লীর একটি গলিতে শীতের পোশাক পরিহিত কম্বল মোড়া শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা। শিশুটির পায়ে একটি লোহার বালা ছিল। এরপর তাঁরাই খবর দেন বর্ধমান থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।কিভাবে মৃত্যু বা কোথা থেকে এল দেহ তার সামগ্রিক তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook