ইটে ব্যাপক হারে জিএসটি চাপানো সহ কয়লার মূল্যবৃদ্ধির জেরে ধুঁকছে রাজ্যের মাটি থেকে ইট তৈরির ভাটাগুলি, সঙ্গে অবৈধ ভাটার রমরমা এবং ছাই ইটের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সংকটময় হয়ে উঠেছে আর তাই ১২ থেকে ১৭ সেপ্টেম্বর সমস্ত ইট ভাটায় ধর্মঘট ডেকেছে অল ইন্ডয়া ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন। বুধবার বর্ধমান জেলা শাসকের কাছে অল ইন্ডয়া ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশনের বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
এদিন সংগঠনের সদস্য চিন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইট ভাটা শিল্পে নাভিশ্বাস উঠেছে। কেন্দ্রীয় সরকার এই শিল্পের ওপর ১৫ শতাংশ জিএসটি বসিয়েছে। একইসঙ্গে কয়লার দাম দ্বিগুণ বেড়েছে। শুধু তাই নয়, নতুন নিয়ম অনুসারে ইটের জন্য প্রয়োজনীয় মাটি কাটার আগেই টাকা দিতে হচ্ছে সরকারকে। ফলে মাটির তৈরি ইটের দাম বাড়াতে তাঁরা বাধ্য হচ্ছেন। উদাহরণ হিসাবে তিনি জানিয়েছেন, যেখানে ছাই দিয়ে তৈরি প্রতি ইটের দাম ৬-৭টাকা, সেখানে মাটির তৈরি ইটের দাম পড়ছে প্রায় ১৪ টাকা। ফলে প্রতিযোগিতায় তাঁরা টিকে থাকতে পারছেন না। এমতাবস্থায় এই শিল্পের উপর থেকে জিএসটি কমানো, সুলভ মূল্যে কয়লা ও মাটি সংগ্রহের দাবি জানাচ্ছেন তাঁরা।
এরই পাশাপাশি চিন্ময় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গোটা পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৩০০-র কাছাকাছি বৈধ ইট ভাটা থাকলেও অবৈধ ইট ভাটা রয়েছে কমপক্ষে প্রায় ৪০০-র কাছাকাছি। যারা সরকারি কোন নিয়ম, নীতি কিছু না মেনেই বছরের পর বছর ব্যবসা করছেন। অথচ তাঁরা সরকারি নিয়ম মেনে ব্যবসা করলেও সরকারি সুবিধা তাঁরা পাচ্ছেন না। এমতবস্থায় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানাচ্ছেন তাঁরা। তিনি জানিয়েছেন, তাঁদের এই দাবি নিয়েই তাঁরা ১২ থেকে ১৭ সেপ্টেম্বর সমস্ত ইট ভাটা বন্ধ রেখেছেন।