শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত চলছে থার্ড লাইনের কাজ। থার্ড লাইনের কাজ ও ‘নন-ইন্টারলকিং’ কাজের জন্য হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় বর্ধমান থেকে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ। চুড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ১৪-১৬ তারিখ পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ, যার জেরে বাতিল ৫৮ টি মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। বেশ কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রুটে।
১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত ৩ দিন বর্ধমান থেকে মেমারি পর্যন্ত চলবে না কোন মেন শাখার ট্রেন। হাওড়া যাওয়ার বিকল্প ব্যবস্থা হিসাবে মেমারি থেকে হাওড়া যাতায়াত করছে ২০ জোড়া লোকাল ট্রেন। পাশাপাশি বর্ধমান থেকে সকালের দিকে ডাউন কর্ড শাখায় দুটি ট্রেন হাওড়ার উদ্দেশ্যে গেছে। রাতের দিকে দুটি ট্রেন কর্ড শাখায় হাওড়া থেকে বর্ধমান আসবে। ২০ জোড়া লোকাল ট্রেন মসাগ্রাম ও হাওড়ার মধ্যে চলছে।