পূর্ব বর্ধমানের নতুনগ্রামের প্রাথমিক স্কুলে পড়ল এক বিশালাকার বিষধর গোখরো সাপ। বনদফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যান। স্কুল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের নতুনগ্রামের এফপি স্কুলে প্রার্থনার পর দেখা যায় গুদামঘরে একটি সাপ ঢুকে পড়েছে। স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার দাস জানান, কলের পাশে নালার সাথে ডোবার সংযোগ আছে। সেই পথ ধরেই সাপটি গুদামঘরে চলে আসে। খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মী বাপন বৈরাগী জানান, সাপটি ঢুকে পড়েছিল গুদামঘরে। ওই জায়গাটি খুব নোংরা এবং সংকীর্ণ, তাই এটিকে বের করে আনতে বেশ বেগ পেতে হয়।
Like Us On Facebook