ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এক আরপিএফ কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম আর এস উপাধ্যায় (৫২)। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের কারশেড এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কর্তব্যরত অবস্থায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় বর্ধমান স্টেশনের আরপিএফের কনস্টেবল পদে কর্মরত আর এস উপাধ্যায়ের। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫ নং প্লাটফর্মে ঢোকার মুখে কারশেডের কাছে তাঁকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর তাঁর শরীর ইঞ্জিনে আটকে যায়। সেই অবস্থাতেই তাঁর শরীর বেশ কিছুটা টেনে নিয়ে যায় ট্রেনটি। পরে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় রেল পুলিশ।
Like Us On Facebook