চটের বস্তার গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হল গোডাউন। দমকলের তিনটে ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে উপর থেকে ইট পড়ে এক দমকল কর্মী সহ দু’জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় চটের গোডাউনটিতে। খবর দেওয়া হয় দমকলে। ৬-৭ ঘন্টায় দমকলের তিনটি ইঞ্জিন ও স্থানীয়দের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় উপর থেকে ইট পড়ে একজন দমকল কর্মী সহ দু’জন আহত হন। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ভস্মীভূত হয়ে যায় চটের গোডাউনটি। গোডাউনের মালিক দীপ নারায়ন সাউ জানান, আনুমানিক ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Like Us On Facebook