পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ গলসির দিক থেকে মোটরবাইকে বর্ধমানের দিকে আসছিলেন দুই যুবক। ২ নং জাতীয় সড়কের মাটিয়াল ডিভিসির কাছে একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক নিয়ে পড়ে যান তাঁরা। সেই সময় পিছনে থাকা লরিটি মোটরসাইকেল আরোহীদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয় মানুষ দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই যুবকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবকের নাম মুকেশ দাস(২৩) ও আমন রায় (২৩)। বাড়ি গলসির খানো এলাকায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে দ্রুত ফের স্বাভাবিক হয় যান চলাচল।
Like Us On Facebook