ফের এক মহিলার দগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের জামালপুর থানার হৈবতপুর এলাকায়। দামোদরের পাড়ের একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই দেহ। স্থানীয় বাসিন্দারা এদিন সকালে প্রথমে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জামালপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় মহিলার বয়স অনুমান করা যাচ্ছে না। কিভাবে মৃত্যু, ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই ধরণের ঘটনা ক্রমশই বাড়তে থাকায় উদ্বেগ বাড়তে শুরু করেছে। এর আগেও বর্ধমানের কাঞ্চননগর এলাকায় একইভাবে এক দগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তারও পরিচয় পাওয়া যায়নি। এই সব ঘটনার পিছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।