আদিবাসীদের প্রায় ৯০ শতাংশই যেখানে এখনও এসটি সার্টিফিকেট পাচ্ছেন না, সেখানে হাজার হাজার মানুষ এসটি সম্প্রদায়কভুক্ত না হয়েও সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন কি ভাবে – প্রশ্ন তুলল আদিবাসী কল্যাণ সমিতির বর্ধমান জেলা শাখা। শুধু তাইই নয়, সম্প্রতি ভূয়ো আইপিএস, আইএসদের মত এসটি সার্টিফিকেট নিয়েও উপযুক্ত তদন্ত দাবি করল আদিবাসী কল্যাণ সমিতি।
এদিন সমিতির সদস্য সিদ্ধার্থ টুডু জানিয়েছেন, তাঁদের কাছে প্রমাণ রয়েছে যাঁরা আদিবাসী নয়, অথচ তাঁরা সার্টিফিকেট পেয়ে সরকারি চাকরি করছেন, কলেজে ভর্তি হচ্ছেন। এদিন আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেটে জমায়েত করার পর বর্ধমানের সদর উত্তর ও দক্ষিণ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গোটা রাজ্য জুড়েই চলছে ভূয়ো এসটি সার্টিফিকেটের কারবার। তাঁরা জানিয়েছেন, অবিলম্বে এই সমস্ত ভূয়ো সার্টিফিকেট বাতিল করতে হবে। একইসঙ্গে যে সমস্ত আধিকারিকরা ভূয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় উচ্চ পর্যায়ের তদন্ত করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আদিবাসী নয় অথচ যাঁরা ভূয়ো এসটি সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন তাঁদের অবিলম্বে বরখাস্ত করে সেই শূন্যপদে আদিবাসীদের নিয়োগ করারও দাবি জানানো হয়েছে এদিন। জাগো আদিবাসী জাগো এই শ্লোগান দিয়ে এদিন মিছিল করা হয় বর্ধমান শহরে।