রানিগঞ্জ বিএন আগরওয়াল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় উখড়ার পূজা দেবী রানিগঞ্জ বিএন আগরওয়াল হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। বুধবার ভোরে বাচ্ছাটি মারা যায়। এই ঘটনায় পূজা দেবীর পরিবারের লোকজনের সঙ্গে হাসপাতাল কর্মীদের বচসা হয় বলে অভিযোগ।
উখড়ার বাংকোলা কোলিয়ারি এলাকার বাসিন্দা পূজা দেবীর স্বামী অমিত পাশোয়ান বলেন, পূজা দেবী প্রসব বেদনা নিয়ে সোমবার রানিগঞ্জ বিএন আগরওয়াল হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সন্ধ্যায় পূজা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। জন্মের পর বাচ্ছাটি সুস্থই ছিল। মঙ্গলবার রাতে পূজা বাচ্ছাটিকে দুধ খাইয়ে শুইয়ে দেয় এবং নিজেও ঘুমিয়ে পড়ে। এরপর বুধবার ভোরে ঘুম ভাঙলে পূজা দেখে বাচ্ছাটি নড়াচড়া করছে না। সে সঙ্গে সঙ্গে কর্তব্যরত নার্সদের ডেকে আনে। নার্সরা বাচ্ছাটিকে আইসিসিইউতে নিয়ে যায়। কিছুক্ষণ পর জানান হয় বাচ্চাটি মারা গেছে।’
এই ঘটনার পর রোগীপক্ষের সঙ্গে হাসপাতাল কর্মীদের বচসা হয়। তাঁদের অভিযোগ ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই বাচ্ছাটি মারা গেছে। হাসপাতালের ডাক্তার ও নার্সরা অনুমান করছেন, বাচ্ছাটির গলায় দুধ আটকে দমবন্ধ হয়ে মারা গেছে।
এই ঘটনার পর অমিত পাশোয়ান রানিগঞ্জ থানায় ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।