ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে জলপাইগুড়ির রাজগঞ্জ থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করল বর্ধমান থানার এসওজি সেল। ধৃত সুজিত গোয়ালা ও সাগর গোয়ালাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায় এক রাইসমিল মালিককের কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই হয়। পরে সেই ব্যবসায়ী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। গঠন করা হয় স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি। তারপরই গতকাল জলপাইগুড়ি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

Like Us On Facebook