বুধবার পূর্ব বর্ধমানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু ও পাঁচ জন আহত হয়। প্রথম পথ দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে গলসির রাকোনা মোড়ের কাছে। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি মুরগি বোঝাই ৪০৭ গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু ঘটে এবং তিন জন আহত হয়। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতার থেকে একটি মুরগি বোঝাই ৪০৭ দুর্গাপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে গলসির রাকোনা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ দ্রুত পৌঁছয় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ৪০৭ গাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তাররা দু’জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন সেখ রাজেশ (১৮) ও সেখ ফিরোজ (২০) উভয়ের বাড়ি ভাতাড়ের পানুয়া গ্রামে।
দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে বর্ধমানের উল্লাসমোড়ের পরিবহন দপ্তরের চেকপোষ্টের কাছে। এই ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু সহ দু’জন আহত। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একটি সাইকেল ও একটি মোটর বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই সাইকেল আরোহী মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম দু’জনকে জাতীয় সড়কের পাশে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মৃত সন্ধ্যা চৌধুরি (৪১) বর্ধমানের চৈতপুরের বাসিন্দা। এদিন তিনি তাঁর স্বামীর সঙ্গে সাইকেলে করে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুটি পৃথক দুর্ঘটনায় মৃত তিন জনের মৃতদেহ পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।