দেশজুড়ে আগুন, বোমার ছবি দেখে আগেই ঘুম উড়েছিল এ রাজ্যে বসবাসকারী কাবুলিওয়ালাদের। দেশ তালিবানদের দখলে চলে যাওয়ায় এখন পরিবার পরিজনদের কথা ভেবে উৎকন্ঠার প্রহর কাটাচ্ছেন তাঁরা। পেটের তাগিদে দেশ ছেড়ে এখন তাঁরা এরাজ্যে। কিন্তু মন পড়ে রয়েছে আফগানিস্তানে।
বর্ধমান শহরের কুন্ডুপুকুর পাড় যেন এক টুকরো আফগানিস্তান। কাছাকাছির মধ্যে কয়েকটা ঘরে বসবাস করেন কাবুলিওয়ালারা। টাকা ধার দেন। তা আদায় করতে পরিশ্রম চলে দিনভর। কেউ আছেন দশ বছর, কেউ কুড়ি বছর। এখানেই সংসার। তবে আত্মীয় পরিজনেরা বেশিরভাগই আফগানিস্তানে। সেই আফগানিস্তান এখন তালিবানি কব্জায়। শহর কাবুলও তাদের দখলে। যা নিয়ে উদ্বিগ্ন আফগানবাসী সহ গোটা বিশ্ব। বর্ধমানে ব্যবসা সূত্রে থাকা আফগানীদেরও চোখে মুখেও উদ্বেগ। পরিবার পরিজনদের কথা ভেবে রাতের ঘুম উধাও হয়েছে তাঁদের। দেশে সরকার গড়ার পর সেই সরকার দেশবাসীদের উপর কেমন ব্যবহার করবে তা নিয়েই চরম উৎকন্ঠায় দিন কাটছে তাঁদের।
বর্ধমানে ব্যবসা সূত্রে আফগানিস্তান থেকে আসা জরিফ খান ও আভি খান জানান, দেশের অবস্থা স্পর্শকাতর। সম্পূর্ণ দেশ এখন তালিবানদের কব্জায়।সাধারণ দেশবাসী এখন চরম সমস্যায়। তাঁরাও আতঙ্কিত পরিজনেদের কথা ভেবে। তাঁরা বলেন, ‘আমাদের পরিবার থাকে পতরিয়ায়। সেখানেই বাবা, মা সহ সমগ্র পরিবার থাকে। তাঁদের জন্য চিন্তা হচ্ছে। রাতের ঘুম উধাও হয়ে গেছে। সরকারে কে আসবে, তারা দেশবাসীদের উপর ব্যবহার কেমন করবেন এই নিয়েই চিন্তায় আছে পরিবার। নেট ও ফোনেও সবসময় যোগাযোগ হয়ে উঠেছে না। তাই চিন্তা আরও বাড়ছে। আশাকরি এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে।’