গোটা জেলাকে রীতিমত করোনা সংক্রমণে টেক্কা দিচ্ছে খোদ বর্ধমান পুর এলাকা। মঙ্গলবারও গোটা জেলায় যখন ৬৫২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তখন বর্ধমান পুরএলাকাতেই আক্রান্ত হয়েছেন ১৬১জন। মঙ্গলবারই মারা গেছেন ৫ জন। কার্যত প্রতিদিনই বাড়ছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। এরই মাঝে আগামী শুক্রবার পবিত্র ঈদ অনুষ্ঠিত হবার কথা। তাই বুধবার বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের দুবরাজদিঘি জামে মসজিদ, শোলাতলা মসজিদ এবং দুবরাজদিঘি পশ্চিম পাড়া মসজিদকে সম্পূর্ণরপে স্যানিটাইজ করে দিল ৪নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
৪নং ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম জানিয়েছেন, যেহেতু মসজিদে ঈদের দিন নামাজ পড়তে আসবেন বহু মানুষ। তাই আগাম সতর্কতা হিসাবে স্যানিটাইজ করে দেওয়া হল। তিনি জানিয়েছেন, ওইদিন সরকারি নির্দেশ মেনেই ৫০ জন করে নামাজ পড়বেন। প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এরই পাশাপাশি নুরুল আলম জানিয়েছেন, এদিন হটুদেওয়ান কবরস্থানকেও স্যানিটাইজ করা হয়। কারণ মসজিদে নামাজ পড়ার পর বহু মানুষ ৭টি ওয়ার্ডের এই বৃহৎ কবরস্থানে আসেন প্রার্থনা করতে। তাই আগাম সতর্কতা হিসাবে এখানেও সম্পূর্ণরূপে স্যানিটাইজ করা হয়।