.

রবিবার বিকেলে পঞ্চম দফার ভোটে পূর্ব বর্ধমান জেলায় শেষ প্রচার করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টায় তাঁর বর্ধমান শহরের পুলিশ লাইন থেকে জিটি রোড বরাবর স্টেশন পর্যন্ত রোড-শো করার কথা ছিল। দুপুর ১টার পরিবর্তে মমতা এলেন দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ। পুলিশ লাইন থেকে শুরু হয় তাঁর রোড-শো। হাজির ছিলেন জেলার ১৬টি বিধানসভারই তৃণমূল প্রার্থীরা। হাজির ছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে ছিলেন প্রচুর পুলিশ। কার্যত এদিন দুপুর ১টা থেকেই রাস্তার দু’ধারে বিক্ষিপ্তভাবে সাধারণ মানুষ তাঁকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। পুলিশ লাইন থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত রাস্তার দু’ধারে সমস্ত বাড়ির ছাদে ছাদে মোতায়েন করা হয় সিভিক ভলাণ্টিয়ার। গোটা রাস্তা জুড়ে লাগানো হয়েছিল অসংখ্য মাইক। দুপুর প্রায় ৩টে ৪০ নাগাদ মুখ্যমন্ত্রী হুইল চেয়ার বসে রোড-শো শুরু করেন। সাড়ে ৪টের মধ্যে তিনি পৌঁছে যান স্পন্দন কমপ্লেক্সে। শীতলকুচির ঘটনার প্রতিবাদে এদিন তাঁর হাতে ধরা ছিল জ্বলন্ত মোমবাতি।

Like Us On Facebook