.
গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে মরশুমের প্রথম কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি। পূর্ব বর্ধমান জেলা জুড়েই রবিবার বিকেলে হয় শিলাবৃষ্টি। এদিন বিকেল থেকেই আকাশ মেঘলা হয়ে ওঠে। কিছুক্ষণেরর মধ্যেই শুরু হয় দমকা হাওয়া। তারপরেই শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। তীব্র গরমে ক্ষণিকের এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায়।দীর্ঘ দাবদাহের পর এই বৃষ্টি তুমুল উপভোগ করেন জেলাবাসী। সকাল থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ঝড়-বৃষ্টির। সেই মতোই শহর বর্ধমান, আউসগ্রাম, গুসকরা সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। তবে ক্ষণিকের এই শিলাবৃষ্টিতে বোরো ও আম চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
Like Us On Facebook