.
আসন্ন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাকা চেকিং শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত সহ নাকা চেকিং করা হয় শহর বর্ধমানেও। ভোটের আগেই খবরের শিরোনামে বর্ধমান। ইতিমধ্যেই রসিকপুরে বোমা ফেটে মারা গেছে এক শিশু। আহত আরও এক। শহরেরই নীলপুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। শুধু তাই নয় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শহর সহ জেলার বিভিন্ন এলাকা। এর পিছনে বহিরাগতদেরও মদত আছে বলে অভিযোগ উঠছে। সেই আবহেই যে কোনো রকমের গোলমাল রুখতে ও বহিরাগতদের দাপাদাপি আটকাতে এই নাকাচেকিং বলে মনে করা হচ্ছে।
Like Us On Facebook