.

বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির পক্ষে ৯-০ ফল করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার দুর্গাপুরের অন্ডাল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গেলে প্রধানমন্ত্রী লক্ষণ ঘড়ুইকে বিধানসভা নির্বাচনে জেলায় দলের ফল কি হবে সেই বিষয়ে প্রশ্ন করলে উত্তরে এই আশ্বাস দিয়েছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান লক্ষণ ঘড়ুই। বৃহস্পতিবার পুরুলিয়া ভাংড়া মোড়ে নরেন্দ্র মোদির জনসভা ছিল। আর সেই জনসভায় যোগ দিতে নরেন্দ্র মোদি অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে আসেন এদিন সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে পুরুলিয়ার উদ্দেশ্য রওনা দেন। সভা সেরে তিনি ফের অন্ডাল বিমান বন্দরে ১টা ৩৫ মিনিট নাগাদ ফিরে আসেন এবং ১টা ৫৪ মিনিট নাগাদ শিলাচরে জনসভার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Like Us On Facebook