.
সরিয়ে দেওয়া হল বিজেপি বর্ধমান সদর জেলার সভাপতি সন্দীপ নন্দীকে। নতুন সভাপতি হলেন অভিজিৎ তা। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বর্ধমান সদর বিজেপি কার্য্যালয়, বিপ্লবী রাসবিহারী ঘোষের নামে নামাঙ্কিত ভবনে বিজেপি নেতা কর্মীরা ব্যাপক ভাঙচুর এবং এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মধ্যে এই বিবাদে রীতিমত সাজানো গোছানো বিজেপির এই কার্য্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনায় মুখ পোড়ে জেলা নেতৃত্বের। এই ঘটনায় সরাসরি দলের অন্তর্কলহকেই দায়ী করে জেলার মোট ১৪ জন নেতাকে শোকজ চিঠি ধরিয়ে দেয় রাজ্য নেতৃত্ব। বিধানসভা ভোটের দিন ঘোষণার দিনই জেলার সভাপতি বদলে শুরু হয়েছে জল্পনা।
Like Us On Facebook