.
রবিবার থেকে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, রবিবার প্রথম কালনা শহর এবং বর্ধমান শহরে এই টহলদারি শুরু হয়েছে। গোটা জেলা জুড়েই কেন্দ্রীয় বাহিনীর এই টহলদারি চলবে। এদিন বর্ধমানের কার্জন গেট থেকে এই কেন্দ্রীয় বাহিনীর টহলদারির সূচনা করেন জেলাশাসক মহম্মদ এনাউর রহমান, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনির্বাণ কোলে প্রমুখ। এদিন কার্জন গেট থেকে বীরহাটা এলাকায় প্রথম দফায় টহলদারির পর এদিন বর্ধমান পুর এলাকার শাঁখারীপুকুর, ভাতছালা, সাহাচেতন, গোদা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী টহলদারি করে। উল্লেখ্য, অতি সম্প্রতি এই সাহাচেতন এলাকায় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে ক্লাবের সম্পাদক খুন হন। এদিন সেই এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। জেলা পুলিশ সুপার এদিন জানিয়েছেন, নির্বাচন কমিশন সূত্রে তাঁরা জেনেছেন পূর্ব বর্ধমান জেলায় ৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে। ইতিমধ্যেই এক কোম্পানী এসে গেছে। সোমবার আরও এক কোম্পানী আসতে পারে। সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে গোটা জেলা জুড়ে রুট মার্চে নিয়োগ করা হবে।