বিধানসভা নির্বাচনের জন্য শনিবার সকালে বিশেষ ট্রেনে বর্ধমান ও দুর্গাপুর স্টেশনে নামল তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এরিয়া ডমিনেশনের কাজ করবে। বিশেষ এই ট্রেনে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। বর্ধমানে এক কোম্পানি ছাড়া, দুর্গাপুরে দুই কোম্পানি, ডানকুনিতে পাঁচ কোম্পানি ও কলকাতার চিৎপুরে যায় চার কোম্পানি। জানা গেছে, কাশ্মীর থেকে এসেছে এই কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান স্টেশনে এই কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিআরপিএফ ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা।

অতিমারি পরিস্থিতিতে নির্বাচন হতে চলেছে তাই নজর রাখা হচ্ছে কোভিড বিধির উপর। সেই ভাবে বর্ধমানের বিবেকানন্দ কলেজকে কেন্দ্রীয় বাহনীর ক্যাম্প হিসাবে প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। আজ বিশ্রামের পর আগামীকাল থেকে পূর্ব বর্ধমানের স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলিতে এই বাহিনী এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে বলে সূত্রের খবর। মূলত ভোটারদের মনবল বাড়ানোর উদ্দেশ্যেই এই এরিয়া ডমিনেশন বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Like Us On Facebook