তৃণমূল শাসিত কেতুগ্রাম ১নং পঞ্চায়েত সমিতির সভাপতিকে গুলি করে খুন। স্থানীয় সূত্রে জানা গেছে কাখপুর গ্রামের বাসিন্দা কেতুগ্রাম ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহির সেখ (৩৫) পাশের রাইখা গ্রামে একটি সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন। মোটর বাইকে আরোহী দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে জাহিরকে লক্ষ্য করে গুলি চালিয়ে বাইক নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই জাহির সেখ-এর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছু মানুষ উত্তেজিত হয়ে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দমকল এসে আগুন আয়ত্তে আনে। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে , পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Like Us On Facebook