.

অন্ডাল থানা এলাকার কাজোড়া রেলস্টেশনের কাছে অবস্থিত হনুমান মন্দিরে মূর্তির মাথা ভাঙা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। সোমবার সকালে মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য মন্দিরটি খোলার সময় মন্দিরের কর্মীরা ভিতরে হনুমান মূর্তির মাথা ভাঙা দেখে হতবাক হয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমান। ঘটনাটি আন্ডাল থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নামে। জয় শ্রী রাম সেবা দলের সদস্যরা বলেন, ‘যারা ন্যক্কারজনক কাজ করেছে তারা এলাকার শান্তি বিঘ্নিত করতে এবং মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করতে চায়, যা আমরা মেনে নেব না।’ অন্যদিকে কাজোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মলয় চক্রবর্তী বলেন, ‘এই ধরণের ঘটনা নিন্দনীয় বিষয়। কিছু লোক বাংলায় নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে এমন একটি ঘটনা ঘটিয়ে শান্তি ব্যবস্থা ভেঙে দিতে চায়। আমরা পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলছি।’

Like Us On Facebook