বর্ধমান জেলা ভাগ হয়ে নতুন জেলা পশ্চিম বর্ধমান-এর নাম ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে নতুন জেলা পশ্চিম বর্ধমান-এর নাম ঘোষণা করবেন। নতুন জেলা নিয়ে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। নতুন জেলার নাম ঘোষণার আগে নতুন জেলার মানচিত্র প্রকাশ্যে এল। সালানপুর, বারাবনি, কুলটি, আসানসোল, জামুড়িয়া, পান্ডবেশ্বর, অন্ডাল, ফরিদপুর-দুর্গাপুর, দুর্গাপুর ও কাঁকসা ব্লক নতুন জেলা পশ্চিম বর্ধমানের মানচিত্রে স্থান পেয়েছে। বাকি বুদবুদ সহ গ্রামীণ এলাকা থাকছে পুর্ব বর্ধমানে। এবার প্রকাশিত হতে চলেছে নতুন জেলার থিম সং। নতুন জেলাকে নতুন ভাবে তুলে ধরতে বিভিন্ন শিল্পী থিম সং তৈরি করছেন। জানা গেছে মুখ্যমন্ত্রী নতুন জেলা পশ্চিম বর্ধমান-এর নাম ৭ এপ্রিল আসানসোল পুলিশ লাইনে ঘোষণার সঙ্গে সঙ্গে থিম সং বেজে উঠবে। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হচ্ছেন বর্তমান অতিরিক্ত জেলা শাসক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও শশাঙ্ক শেঠী।

নতুন জেলা পশ্চিম বর্ধমানে কাঁকসার অর্ন্তভুক্তি হওয়ায় কাঁকসা বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা বৃহস্পতিবার পানাগড় মোড়ে পথচলতি মানুষ ও বাস যাত্রীদের মিষ্টি মুখ করালেন, সঙ্গে চলল আবির খেলা। ২নং জাতীয় সড়কের দু’ধার দলীয় পতাকায় মুড়ে ঢাকের তালে নেচে তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দ উল্লাসে মাতলেন। বর্ধমান জেল পরিষদের সদস্য বৈশাখী ব্যানার্জী দলীয় কর্মী ও পথ চলতি মানুষদের মিষ্টি মুখ করালেন নতুন জেলা পাওয়ার আনন্দে।

Like Us On Facebook