.

আসানসোলে বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে গ্রেফতার করার ঘটনায় পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চার সদস্যরা। এদিন বর্ধমানের উল্লাস মোড়ে ২নং জাতীয় সড়কে জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগীর নেতৃত্বে রাস্তা অবরোধ করেন সমর্থকরা। প্রায় মিনিট ১৫ ব্যস্ততম ২নং জাতীয় সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। অবৈধভাবে ২নং জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় পুলিশ বেশ কয়েকজন যুব মোর্চার সদস্যকে আটক করে।

Like Us On Facebook