বর্ধমানের নবাবহাটের কাছে ২ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক ও জখম এক। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রজ্জ্বল মন্ডল (৩৫)। আহত ব্যক্তির নাম অসীম দাস(৩৮)। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার টাকি গ্রামের বাসিন্দা। প্রজ্বলের মন্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
জানা গেছে, দুর্গাপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল চারচাকা গাড়িটি। ২ নং জাতীয় সড়কে বর্ধমানের নবাবহাটের কাছে গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রজ্জ্বল মন্ডলের। অসীম দাসকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রেলারটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে কলকাতাগামী রুটে যান চলাচল ব্যহত হয়।