কালনায় এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে কালনার কল্যানপুর এলাকায় এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ দেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম সেখ মহসিন (৩০)। তাঁর বাড়ি হুগলী জেলার বলাগড়ের সোমরা বাজার এলাকায়। খবর পেয়ে মৃত যুবকের পরিবার পরিজনেরা কালনায় আসেন। তাঁরা মানসিকভাবে বির্পযস্ত থাকায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি। কী কারণে ওই যুবককে খুন করা হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Like Us On Facebook