বুদবুদে সোনার দোকানদারকে লক্ষ্য করে গুলি। গুলি ব্যবসায়ীর ডান কানে লেগে মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। মোট সাত ভরি সোনা ও নগদ দেড় লক্ষ টাকা দুষ্কৃতিরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের সুকান্তনগর ক্যানেল পাড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জখম ব্যবসায়ীর নাম সমর সরকার(৫০)। বাড়ি বর্ধমান থানার ভাতছালা মনসাতলা এলাকায়। তাঁর বুদবুদের মানকর রোডে সোনার দোকান আছে। সেই দোকান আজ সন্ধ্যা নাগাদ বন্ধ করে বাড়ি ফেরার পথে বুদবুদের সুকান্তনগর ক্যানেল পাড় এলাকায় তিন বাইক আরোহী দুষ্কৃতি তাঁর পথ আটকায়। তাঁর কাছে থাকা সাত ভরি সোনা ও নগদ দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দিলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি তাঁর ডান কানে লেগে মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয়। যদিও স্থানীয়দের তাড়া খেয়ে দুষ্কৃতিরা তাঁদের ব্যবহৃত বাইকটি ফেলে পালায়। বাইকটিকে আটক করেছে বুদবুদ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ ও এসিপি শাস্বতী সামন্ত।