অন্ডালের পড়াশকোল ওয়েস্ট কোলিয়ারিতে আবারও কর্মরত অবস্থায় এক শ্রমিক দুর্ঘটনার কবলে পড়লে উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার খনি চত্ত্বরে। অল্পের জন্য প্রাণে বাঁচেন খনি কর্মী পঞ্চানন ধোবি। জানা গেছে, খনির নীচে কর্মরত অবস্থায় হঠাৎ তলিয়ে যেতে যেতে কোনো ক্রমে নিজেকে বাঁচাতে সক্ষম হন পঞ্চানন ধোবি। এই ঘটনার জেরে তিনি ডান পায়ে চোট পান। ঘটনাটি ঘটে বুধবার রাতে সেকেন্ড শিফটে।
ঘটনার খবর চাউর হতেই খনি কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে খনি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে সকালে খনির কাজ সাময়িক ভাবে বন্ধ থাকে। শ্রমিক নেতা সুদর্শন সিং অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে খনি আধিকারিক ও বালি ঠিকাদারদের একটা অঁতাত চলে আসছে। ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় নিরীহ শ্রমিকদের। খনির নীচে যেখান থেকে কয়লা কেটে নেওয়া হয়েছে সেই ফাঁকা স্থানে বালি প্যাকিং করে জায়গা পূরণ করার কথা কিন্তু এখানেই গ্যাঁড়াকল। সঠিক ভাবে বালি প্যাকিং না করে কিছুটা করে ফাঁকা ছেড়ে দেওয়ার ফলেই যখন তখন ধসের সৃষ্টি হয় আর দুর্ঘটনায় পড়েন খনি কর্মীরা। কিছু ঠিকাদারকে অধিক লাভ পাইয়ে দিতে এই কাজ চলছে। যার ফলস্বরূপ আজকের দুর্ঘটনা। খনি কর্মীরা এদিওন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। অবশেষে খনি আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আহত খনি কর্মীকে ইসিএলের হাসপাতালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।