গত বছরের এপ্রিল মাসে ১০০ দিনের জন্য রাস্তার কাজ করলেও এখনও সেই টাকা না পাওয়ায় এবং চলতি করোনা উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রাপ্য টাকার দাবীতে রাস্তা অবরোধ করলেন শ্রমিকরা। বৃহস্পতিবার বর্ধমানের মেমারি থানার নিমো এলাকায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ১০০ দিনের কর্মী।
বিক্ষোভকারীরা এদিন জানিয়েছেন, নিমো ১ নং গ্রাম পঞ্চায়েতের অধীন ৭ ও ১৮ নং সংসদের ১০০ দিনের শ্রমিকেরা সাহাপুর থেকে নিমো রেললাইন পর্যন্ত মাটির রাস্তার কাজ করেন। ২৫ এপ্রিল থেকে সেই কাজের টাকা দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তাঁদের অভিযোগ। আর তাই এদিন বাধ্য হয়েই প্রতিবাদে নিমো এলাকায় জিটি রোড অবরোধ করেন তাঁরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ। পরে পুলিশী আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।