অনৈতিকভাবে চাওয়া টাকা না দেওয়ায় পা ভাঙা রোগীর ট্র্যাকশন খুলে দিলেন আয়া। এমনকি অভিযোগ, রোগীর আত্মীয়দের সাথে দুর্ব্যবহারও করেন ওই আয়া। ঘটনাটি বর্ধমান হাসপাতালের সিবিএস মেল বিভাগের। অভিযোগের পরিপেক্ষিতে আয়াকে রোগী পরিষেবা দেওয়া থেকে বাতিল করল বর্ধমান হাসপাতাল কতৃপক্ষ।
জানা গেছে, বর্ধমানের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ার গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। তাঁর বাম পা ভেঙে যায়। ২৪ তারিখ তাঁর বর্ধমান হাসপাতালে অপারেশন হয়। অপারেশনের পর সিবিএস মেল ওয়ার্ডে রাখা হয় তাঁকে। অপারেশন হওয়া বাঁ পা টিকে চিকিৎসক ট্র্যাকশনে ঝুলিয়ে রাখতে বলেন। ওয়ার্ডের আয়া মানা মহন্ত ওই ট্র্যাকশন লাগিয়ে দেন। এই কাজ করে দেওয়ার জন্য আয়া মানাদেবী ২০০ টাকা দাবি করেন। রোগীর আত্মীয়রা ১০০ টাকা দিতে রাজি হয়। কিন্তু ১০০ টাকায় সন্তুষ্ট না হওয়ায় ওই আয়া রোগীর অপারেশন হওয়া পা থেকে ওই ট্র্যাকশন খুলে দেন। যন্ত্রণায় ছটফট করতে থাকে রোগী। রোগীর ভাই ২৫ জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় হাসপাতাল কতৃপক্ষ তাঁকে কাজ থেকে বহিষ্কার করে।