নিষিদ্ধ মাদকদ্রব্য কোডাইন পাচারের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২.১ লিটার কোডাইন। যার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক। ধৃতদের নাম সাহেব সেখ এবং সেখ কাজল ওরফে হীরা। ধৃত সাহেবের বাড়ি বর্ধমান থানার শিবপুর দিঘিরপাড় এলাকায় ও অপর ধৃত সেখ কাজলের বাড়ি কেষ্টপুর মাঠপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বর্ধমান-কালনা রোডে অভিযান চালায়। কালনা থেকে বর্ধমানের দিকে আসার পথে পুলিশ দুটি বাইক সহ দুই যুবককে আটকায়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২.১ লিটার কোডাইন। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতে পাঠিয়ে আগামী শুক্রবার মাদক সংক্রান্ত আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।

Like Us On Facebook