Photo: Collected

বর্ধমানের ছোটনীলপুর এলাকার ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ করোনায় আক্রান্ত হলেন। আর এই ঘটনার পর ফের করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়েই। কারণ ওই মহারাজ আশ্রমের যাবতীয় কালেকশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। কালেকশনের প্রয়োজনে শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও সম্প্রতি তিনি ভাতাড়েও গিয়েছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের এই আশ্রমে উত্তরপ্রদেশ থেকে ৩জন এসেছিলেন। এরই পাশাপাশি ওই মহারাজ যেহেতু আশ্রমের কালেকশানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাই তিনি অনেক জায়গাতেই গেছেন। ফলে কিভাবে তিনি আক্রান্ত হলেন তা এখনও পরিষ্কার নয়। আশ্রম সূত্রে জানা গেছে, বর্তমানে এই আশ্রমে আবাসিক ছাত্র সহ প্রায় ২০-২২ জন রয়েছেন। তাঁদের প্রত্যেককেই আশ্রম ছেড়ে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই ওই মহারাজ অসুস্থতা বোধ করছিলেন। সোমবারই তাঁর সোয়াব টেস্ট করা হয়। মঙ্গলবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকায় পুলিশ পৌঁছায়। পৌঁছায় স্বাস্থ্যদফতরের কর্মীরা। এদিন পুলিশ কর্মীরা গোটা এলাকা ঘুরেও দেখেন।

আপাতত এদিন দুপুর থেকেই আশ্রম সংলগ্ন দোকানগুলিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের বাড়ির লোকজনদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আশ্রমের গেট বন্ধ করা হয়েছে। আশ্রমের সামনের রাস্তায় চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। উল্লেখ্য, সোমবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। তার মধ্যে সোমবারই আক্রান্ত হন ১৪জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২৫ জন।

Like Us On Facebook