অন্ডালের ময়রায় বিজেপি নেতা গীতা সিং-এর উপর হামলা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্ডালের ময়রা ও দক্ষিণখন্ড এলাকায়। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, গতকাল, রবিবার স্থানীয় বিজেপি নেতা গীতা সিং-এর সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা হয়। তখনকার মতো ঝামেলা মিটে যায়। অভিযোগ, তার জেরেই সোমবার ফের বিজেপি নেতা গীতা সিং-এর উপর হামলা হয় এবং তাঁর বাড়ি ভাঙচুর করা হয়।

অভিযোগ, সোমবার গীতা সিং যখন দক্ষিণখন্ডের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁর উপর হামলা চালায় শাসক দলের জনা পঁচিশেক দুষ্কৃতি। প্রাণ বাঁচাতে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন গীতা সিং। অভিযোগ, গীতা সিংকে না পেয়ে এরপর শাসক দলের লোকজন গীতা সিং-এর বাড়ি ভাঙচুর করে সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয়। গীতা সিং-এর অভিযোগ, বাড়িতে হামলা চালানোর সঙ্গে সঙ্গে তাঁর মেয়ের বিয়ের জন্য রাখা টাকা-পয়সা গহনা সব লুট করে নিয়ে যায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অনন্ত ঘোষ বলেন, ‘বিজেপি নেতা গীতা সিং-এর উপর হামলার সাথে আমাদের দলের কর্মীদের কোন সম্পর্ক নেই। আমি যেটুকু জানি টাকা পয়সা ধার দেওয়া নিয়ে বিজেপি নেতা গীতা সিং-এর সঙ্গে কিছু লোকের ঝুট ঝামেলা হয়। তার জেরেই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর হয়েছে। এর সঙ্গে আমাদের দলের কর্মীদের কোন সম্পর্ক নেই।’ পাল্টা অভিযোগ তুলে অনন্ত ঘোষ বলেন, ‘আমাদের দলের কর্মীকে গীতা সিং-এর লোকজন মারধর করেছে।’ এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয় ময়রা দক্ষিণখন্ড এলাকায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


Like Us On Facebook