বাঁদরের উৎপাত থেকে গাছের আম ও জামরুল বাঁচাতে গাছগুলিকে জাল দিয়ে ঢেকে দিয়েছিলেন একজন স্কুল শিক্ষক। আর বাঁদরের দলে থাকা এক বাচ্চা বাঁদর সেই জালেই আটকে পড়ে মারা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে।
বর্ধমানের পশুপ্রেমী সংগঠন ভয়েস ফর দ্যা ভয়েসলেসের সম্পাদক অভিজিত মুখার্জ্জী জানিয়েছেন, বর্ধমানের ডিভিসি মোড় এলাকার মালঞ্চপাড়ায় বর্ধমান শহরের একটি নামী স্কুলের এক শিক্ষক তাঁর বাড়ির আম ও জামরুল গাছে জড়িয়ে রেখেছিলেন জাল। বাঁদরের হাত থেকে আম ও জামরুল ফল বাঁচাতেই তিনি এই উদ্যোগ নেন। শনিবার সকালে একদল বাঁদর ওই এলাকায় খাবারের সন্ধানে আসে। ওই দলেই ছিল ৩টি বাচ্চা বাঁদর। আচমকাই তারা ওই গাছে উঠতে গিয়ে জালে জড়িয়ে যায়। এরপর জালের ফাঁসে আটকে গিয়ে একটি বাচ্চা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বাকি ২টি বাচ্চাকে উদ্ধার করলেও তাদের অবস্থা অত্যন্ত খারাপ। একইসঙ্গে তাঁরা গোটা বিষয়টি বনদফতরকেও জানান। বনদফতরের লোকজন এসে গাছের জাল কেটে দেন। পাশাপাশি ওই শিক্ষককে এদিন তাঁরা সতর্কও করে দেন।