পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এবং বর্ধমান শহরের পর এবার মেমারিতে এক করোনা আক্রান্তের হদিশ মিলল। মেমারির সোমেশ্বরতলার বাসিন্দা এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এল। জানা গেছে, লিভারের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই যুবক। কলকাতায় চিকিৎসা চলা কালে তাঁর একবার করোনা টেস্ট হয়, কিন্ত তখন রির্পোট নেগেটিভ আসে। এরপর ৬ মে তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে তিনি একটি অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরেন। তার আগে আরও একবার তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সেই নমুনার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে ওই যুবককে দুর্গাপুরের সনাকা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের চার জন সহ অ্যাম্বুলেন্স চালককে কোয়রানটাইন সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতর আক্রান্তের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংস্পর্শে কারা কারা এসেছিল তাঁদের তালিকা তৈরি করছে। এদিন পুরো এলাকা সিল করে দেয় মেমারি থানার পুলিশ এবং এলাকায় চলছে পুলিশি টহল। এলাকাকে স্যানিটাইজও করা হয় এদিন।